অরিজিনাল জাফরান অয়েল কিভাবে চিনে কিনতে হয়?

জাফরান অয়েল চিনতে জাফরান অয়েলের বক্সে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট ধরবেন। যদি বক্সের গায়ের লেমিনেশন পেপারটা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট ধরার পর চিতা বাঘের স্কিনের মতো ঝলমল করে এবং বক্সটা একটু নাড়াচারা করলে লেমিনেশন পেপারটা কালার চেন্জ হয় তাহলে সেটা অরিজিনাল আর চিতা বাঘের স্কিনের মতো ঝলমল না করলে এবং এই কালার চেন্জিং ইফেক্টটা দেখা না গেলে সেটা নকল।

যদি এখনো অরিজিনাল জাফরান অয়েল চিনতে অসুবিধা হয় তাহলে, আপনি যেকোন দোকানে যেয়ে জাফরান অয়েল চাইবেন। এরপর বক্স গুলো হাতে নিয়ে ছবি তুলে জাফরান ব্রান্ডের কাস্টমার কেয়ার Whatsapp নাম্বার +8801905050505 এ পাঠিয়ে দিবেন, আপনার পাঠানো ছবি দেখে কাস্টমার কেয়ার প্রতিনিধি সাথে সাথে আপনাকে বলে দিবে যে পন্যটি আসল নাকি নকল, উনারা বলার পর আপনি দোকানদার ভাইকে পেমেন্ট করবেন।এভাবে খুব সহজে আপনি অরিজিনাল জাফরান অয়েল (Original Zafran Oil / Original Zafran Hair Growth Therapy) চিনে কিনতে পারবেন।

Scroll to Top